চালের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ-মাংস-সবজির বাজারে

টানা কয়েকমাস পর সবধরনের চালের দামই কেজিতে কমেছে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত। তবে এখনও স্বস্তি নেই মাছ মাংস ও সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে সামান্য কমলেও এখনও বেশিরভাগ সবজিরই দাম ৮০ টাকার বেশি।
ভারত থেকে আমদানি করা সরু, নাজিরশাইলসহ কয়েক পদের আমদানি করা চাল বাজারে আসায় দীর্ঘদিন পর কিছুটা কমেছে চালের দাম।
মিনিকেট, নাজিরশাইল, কাটারিভোগ, আটাশসহ প্রায় সবধরনের চালের দাম কমেছে কেজিতে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত।
বাজারে ইলিশসহ সবধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। দুইশ বিশ টাকার কমে মিলছে না পাঙ্গাস তেলাপিয়াও। অন্যসব মাছ সাধারণের নাগালের বাইরে। আর ইলিশ এখনও উচ্চবিত্তেরই আয়ত্বে।
কিছুটা কমলেও এখনো বেশিরভাগ সবজির দামই ঊর্ধ্বমুখী।
সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।
এদিকে, আগের দামেই ব্রয়লার মুরগী ১৬০ থেকে ১৭০ আর সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে।
বিভি/টিটি
মন্তব্য করুন: