৫৮ হাজার টন রাইস ব্র্যান তেল রফতানির অনুমতি

২৩ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টন রাইস ব্র্যান তেল রফতানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে এই অনুমোদনপত্র জারি করা হয়েছে।
জানা যায়, দুই প্রতিষ্ঠান মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেড ১০ হাজার টন করে রাইস ব্র্যান তেল রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, গত ১৫ জানুয়ারি থেকে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয়। দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য অনুমতি ছাড়া এই তেল রফতানি বন্ধ করা হয়। রফতানি করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে। এরপর থেকে সরকার আর কোনো রফতানির অনুমতি দেয়নি। এরপর এই প্রথম ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান অয়েল রফতানির অনুমতি দিলো সরকার।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: