• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আবারও অস্থির ভোজ্যতেলের বাজার, স্বস্তি নেই মাছে   

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও অস্থির ভোজ্যতেলের বাজার, স্বস্তি নেই মাছে   

ফাইল ছবি

নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্যতেলের বাজারে। দাম বাড়ানোর অজুহাতে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। ডাল ও আমদানি করা বেশকিছু খাদ্যপণ্যও বিক্রি হচ্ছে বাড়তি দামে। বেড়েছে মাছের দামও। সবজির দাম কিছুটা কমতে শুরু করলেও, স্বস্তির খবর ডিম ও মুরগির বাজারে। 

বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারো অস্থির ভোজ্যতেলের বাজার। লিটারে ১০ টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার খুব একটা আমলে না নেওয়ায় এখন সরবরাহ সংকটের অভিযোগ করছেন বিক্রেতারা। বলছেন, দাম বাড়ানোর আগের মতো আচরণ করছে কোম্পানিগুলো।বাড়তি ডালের দামও। এতে বেশ বিপাকে সাধারণ মানুষ। 

সুখবর নেই মাছের বাজারেও। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের দাম। চাষের মাছ কেজিতে ২০ টাকা বাড়লেও খাল-বিলের মাছের দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। 

সবজির বাজারে সরবরাহ ভালো। দাম কমার কথাও বলছেন বিক্রেতারা। মৌসুমি সবজি বাজারে এলে দাম আরো কমার আভাস তাদের। তবে ক্রেতারা বলছেন, কাঙ্ক্ষিত দামে কিনতে পারছেননা সবজি। 

তবে কিছুটা স্বস্তি ডিম ও মুরগির বাজারে। ডজনে ১০টাকা কমে লাল ডিম ১৩০ এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ১৭০টাকা কেজি এবং সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ২৯০ টাকা কেজিতে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2