৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজায় টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার (৪ অক্টোবর) দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রমের শুরু হয়।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিন্দু ধর্মলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ ছিলো। টানা ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দরের সকল শাখা খুলেছে এবং বেলা সাড়ে ১২ টার পর থেকে ভারত হতে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এতে করে সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
এদিকে আমদানিকৃত সকল প্রকার পণ্য দ্রুত খালাসপূর্বক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করছে হিলি কাস্টমস।
বিভি/এসজি
মন্তব্য করুন: