অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো: অর্থনৈতিক সম্পর্কে নবদিগন্ত উন্মোচনের আশা

সিডনির গুলবার্ন স্ট্রিটের সিডনি মেসনিক সেন্টারে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এর দ্বিতীয় দিনের কার্যক্রমের পর এক্সপোর পর্দা নামলো।
শেষ দিন সকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের ইন্ডাস্ট্রি ও ট্রেড মন্ত্রী অনুলাক চান্থিভং এমপি। এক্সপোতে তিনি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং দুই দেশের শিল্পোদ্যোক্তা, নীতি নির্ধারক, আয়োজক ও স্টল মালিকদের সাথে মতবিনিময় করেন।
পরে তার ভাষণে মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হলে দুই দেশের ব্যবসা-বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
একই দিনে এক্সপোর প্যানেল আলোচনায় অংশ নেন দুই দেশের শিল্পোদ্যোক্তা, নীতি নির্ধারক এবং শিক্ষাবিদরা।
সকাল দশটা থেকে শুরু হওয়া প্রথম সেশনে ছিল “বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ”। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম, সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি। সঞ্চালক ছিলেন ব্রাইয়ন লাউল ও রোণা গুজম্যান।
দুপুরে অস্ট্রেড-এর আয়োজনে অনুষ্ঠিত হয় শিক্ষা খাত নিয়ে বিশেষ আলোচনা। এতে অংশ নেন স্টাডি এনএসডব্লিউ-এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর ভিকি ক্লেয়ার, বাংলাদেশের ডাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড: সবুর খান, ও ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শাহিদ। সঞ্চালক ছিলেন অস্ট্রেড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মেঘা গুপ্তা।
বিকেলের অধিবেশন ছিল “পাওয়ারিং পার্টনারশিপস: অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য রিনিউএবল এনার্জি ট্রানজিশন” শীর্ষক আলোচনা। এতে যোগ দেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভ শর্মা, ব্যবস্থাপনা পরিচালক রিভারী পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ আবু বকর সিদ্দিক, ডাব্বো রিজিওনাল কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন, স্মার্ট এনার্জি অস্ট্রেলিয়া উইল কার এবং নিউ সাউথ ওয়েলস সরকারের ক্লিন এনার্জি বিভাগের পরিচালক টিম স্টক।
উপস্থিত ছিলেন ডাব্য কাউন্সিলর শিবলী চৌধুরী ও কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন। আয়োজকরা জানিয়েছেন, এক্সপোর এ ধরনের উদ্যোগ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে বহুমাত্রিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে, এক্সপোর উদ্বোধনী পর্বে ছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা, অ্যাকনলেজমেন্ট অফ কান্ট্রি ও স্বাগত বক্তব্য। ফোরামের সাধারণ সম্পাদক ব্রায়ান লাউ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের প্রেসিডেন্ট আব্দুল রতন খান, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ও বাংলাদেশ কনসাল জেনারেল ড. শেলি সেলেহীন। এছাড়াও বিভিন্ন চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
দুই দিনব্যাপী এক্সপো অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও জোরদার করবে বলে আশা আয়োজকদের।
বিভি/এজেড
মন্তব্য করুন: