• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, আবারও নতুন রেকর্ড

প্রকাশিত: ১৭:২৯, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, আবারও নতুন রেকর্ড

মার্কিন সুদের হার আরও কমানোর প্রত্যাশায় বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মূল্যবান এই ধাতুটি কিনতে আগ্রহী করে তুলছে। এর ধারাবাহিকতায় স্বর্ণ যেকোনো সময় দাম বেড়ে রেকর্ড গড়তে পারে দেশের বাজারেও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ ডলার বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে; যা সেশনের শুরুতে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ২১৭ দশমিক ৯৫ ডলার স্পর্শ করেছিল। আর ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ২২৭ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

বিশষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ক্রয়, ডি-ডলারাইজেশন প্রবণতা এবং শক্তিশালী এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড প্রবাহের কারণে চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

অ্যাক্টিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, 'মার্কিন সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত হওয়া, ফেড কর্মকর্তাদের বিভ্রান্তিকর মন্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির কারণে স্বর্ণের দাম আরও বাড়বে। মাঝারি থেকে দীর্ঘমেয়াদে ৫ হাজার ডলারের স্তরে পৌঁছানো অসম্ভব নয়।'

এদিকে, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যের পর বুধবার মার্কিন ডলারের দাম কমেছে, যা আগামী মাসগুলোতে ধারাবাহিকভাবে সুদের হার কমানোর সম্ভাবনা তৈরি করেছে। ব্যবসায়ীরা অক্টোবর মাসে ২৫ বেসিস-পয়েন্ট এবং ডিসেম্বরেও আরেকটি হ্রাস আশা করছেন, যা যথাক্রমে ৯৬ শতাংশ এবং ৯৩ শতাংশ সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

আর চীনের ওপর বন্দর ফি আরোপ শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন চীনের সঙ্গে কিছু বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সরকারী অচলাবস্থা এবং ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতাও বাজারে প্রভাব ফেলছে। ঐতিহ্যগতভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজ হিসেবে স্বর্ণকে দেখা হয়।

কম সুদের হারের পরিবেশেও স্বর্ণ ভালো লাভ দেয়। এএনজেডের পণ্য কৌশলবিদ সোনি কুমারী বলেন, 'আমরা আশা করছি স্বর্ণের দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।'

বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও আরও বাড়তে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে।
 
সবশেষ গত ১৪ অক্টোবর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৭ হাজার ১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে, স্বর্ণের উত্থান এবং স্পট মার্কেটে সরবরাহ কমার কারণে রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫২ দশমিক ৮১ ডলারে বেচাকেনা হচ্ছে। যা রেকর্ড সর্বোচ্চ ৫৩ দশমিক ৬০ ডলারে পৌঁছেছিল।

অন্যদিকে বিশ্ববাজারে প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬৫ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে ১ হাজার ৫৫০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2