• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম 

প্রকাশিত: ১০:৫৬, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৫৯, ৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম 

ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান তিনি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশানস জাহাজে যাত্রা করছিলেন শহিদুল আলম। 

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশি একজন ফটোগ্রাফার ও লেখক। আপনি এই ভিডিওটি দেখছেন, এর অর্থ আমাদের সমুদ্রে আটক করা হয়েছে ও আমরা ইসরাইলি বাহিনী দ্বারা অপহৃত হয়েছি, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায়। আমি আমার সকল সহকর্মী এবং বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি, যেনো তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহর যাত্রা শুরু করে। এই মিশনে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। এর ধারাবাহিকতায়, গত ১ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘কনশানস্’ আন্তর্জাতিক সাংবাদিক এবং চিকিৎসা পেশাদারদের নিয়ে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও যোগ দেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2