এলপি গ্যাসের নতুন মূল্য জানা যাবে মঙ্গলবার
ফাইল ছবি
মঙ্গলবার (২ ডিসেম্বর) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ডিসেম্বর মাসের নতুন মূল্য ঘোষণা করা হবে। সেই সঙ্গে একই দিন অটোগ্যাসের নতুন মূল্যও প্রকাশ করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি’র প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ২০২৫ সালের ডিসেম্বর মাসের সৌদি সিপি মূল্য অনুসারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয়ের সিদ্ধান্ত মঙ্গলবার বিকেল ৩টায় জানানো হবে।
এর আগে গত ২ নভেম্বর এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়, যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে ডিসেম্বর মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। সোমবার থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে। রবিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন দরের ভিত্তিতে ডিজেলের দাম লিটারপ্রতি দাঁড়িয়েছে ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা।
বিভি/এসজি




মন্তব্য করুন: