বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অপরিসীম: আশিক চৌধুরী
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা’র চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অপরিসীম। ভৌগোলিকভাবে যে জায়গায় আছি, সেক্ষেত্রে এ অঞ্চলে অর্থনৈতিক প্রসার ঘটলে তার সুফল বাংলাদেশ পাবে।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ৮ দিনের এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আশিক চৌধুরী আরও বলেন, বড় বড় কোম্পানি মূল অংশগুলো তারা তৈরি করে। তবে, ব্যাকওয়ার্ড লিংকেজ স্থানীয়রা করেন। এটি দাড় না হলে বড় ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে না। রফতানি করতে বন্ডেড ওয়ারহাউজ করতে হয় এসএমইদের। তবে, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যে বিষয় করা হচ্ছে যা এসএমই ও রফতানিতে যাবে।
তিনি বলেন, আপস করা যাবে না দুর্নীতি নিয়ে। ডিজিটাইজ করতে হবে। তাহলে, দুর্নীতি কমে যাবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: