তিন শতাধিক কর্মী ছাঁটাই করলো এইচএসবিসি ব্যাংক, শ্রম আদালতে মামলা
ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে শ্রম আদালতে মামলা দায়ের করেছেন এইচএসবিসি ব্যাংকের ছাঁটাই হওয়া ১০০ কর্মকর্তা-কর্মচারী।
সোমবার (২২ ডিসেম্বর) শ্রম আদালতের কোর্ট নম্বর-১-এ ১০০ জন কর্মকর্তা ও কর্মচারীর পক্ষে আলাদা আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, এইচএসবিসি ব্যাংক রিটেইল ব্যাংকিং বন্ধ করে দেওয়ায় তিন শতাধিক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এসব কর্মী জীবন-জীবিকার ঝুঁকির মধ্যে পড়েছেন। তাদের কোনো ধরনের প্রভিডেন্ট ফান্ড ও ন্যায্য পাওনা দেওয়া হয়নি। ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া পরামর্শও উপেক্ষা করা হয়েছে।
এ প্রসঙ্গে আইনজীবী জানান, শ্রম আদালতে মামলার পরও এসব কর্মী আলোচনার জন্য প্রস্তুত আছেন।
বিভি/টিটি




মন্তব্য করুন: