রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমলো সোনা-রুপার দাম
বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করার পর আজ সামান্য কমেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারের সর্বকালীন রেকর্ড স্পর্শ করে। তবে দাম আকাশচুম্বী হওয়ার পরপরই বিনিয়োগকারীরা বড় অংকের মুনাফা তুলে নিতে শুরু করায় দাম কিছুটা থিতু হয়েছে। রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ২ শতাংশ কমে বর্তমানে আউন্স প্রতি ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে অবস্থান করছে।
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড উচ্চতার পর বাজারে এখন কিছুটা স্বাভাবিক মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে তিনি মনে করেন, মার্কিন সুদের হার কমার সম্ভাবনা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সোনার চাহিদা দীর্ঘমেয়াদে শক্তিশালীই থাকবে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সুদের হার কমানোর পক্ষে দেওয়া মন্তব্য সোনার বাজারকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে।
কেবল সোনা নয়, আজ রুপার বাজারেও ছিল তীব্র উত্তেজনা। সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার ছোঁয়ার পর রুপার দাম কিছুটা কমলেও শেষ পর্যন্ত আউন্স প্রতি ৭১ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। এ বছর রুপার দাম বেড়েছে অভাবনীয় ১৪৯ শতাংশ, যেখানে সোনার দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।
বিশ্লেষকদের ধারণা, বছরের শেষ নাগাদ রুপা ৭৫ ডলারের ঘর স্পর্শ করতে পারে। অন্যদিকে প্লাটিনাম ২ হাজার ৩৭৭ ডলারের রেকর্ড গড়ে পরে ২ হাজার ২২০ ডলারে নেমে আসে এবং প্যালাডিয়ামের দামেও বড় পতন লক্ষ্য করা গেছে।
আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় দাঁড়িয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি এখন ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা। বিশ্ববাজারে দামের এই পাগলা ঘোড়া যদি না থামে, তবে স্থানীয় বাজারে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিভি/টিটি




মন্তব্য করুন: