মাছের দাম নিম্নমুখী, বেড়েছে ভোজ্যতেল ও মুরগির দাম
বাজারে মৌসুমি সবজির সরবরাহ বাড়লেও কাঙ্খিত মাত্রায় দাম কমেনি। এ জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা। তবে সরবরাহ বাড়ায় দাম কমেছে মাছের। আরেক দফা বেড়েছে ভোজ্যতেল ও নাজিরশাইল চালের দাম। বেড়েছে মুরগির দামও।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে চোখে পরার মতো। ফুলকপি, পাতাকপি, শীম আর লাউয়ের কদরও বেড়েছে। মানভেদে ২০ থেকে ৩০ টাকায় ফুলকপি, ৫০ থেকে ৬০ টাকায় শীম আর আকারভেদে ২০ থেকে ৮০ টাকা পাওয়া যাচ্ছে লাউ। নতুন আলু ২০ টাকা এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। অন্যান্য সবজিও মিলছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে সরবরাহ বাড়লেও দাম সেভাবে কমেনি, জানালেন ক্রেতারা।
মাছের বাজারেও খাল-বিলের মাছের সরবরাহ বেড়েছে। বিক্রেতাদের দাবি তাই দামও কমেছে কেজিতে এক থেকে দেড়শ টাকা পর্যন্ত।
আবারো বেড়েছে ভোজ্যতেলের দাম। কেজিতে ৮ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে কমেছে ডালের দাম। চালের বাজারে মোটা চালের দাম কেজিতে এক টাকা কমলেও নাজিরশাইলের দাম বেড়েছে কেজিতে ২টাকা।
সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম না কমলেও। ২০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
বিভি/এজেড




মন্তব্য করুন: