• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারী উদ্যোক্তাদের এক সপ্তাহের প্রশিক্ষণ দেবে স্কিটি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
নারী উদ্যোক্তাদের এক সপ্তাহের প্রশিক্ষণ দেবে স্কিটি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন লোগো

দেশের শিক্ষিত আগ্রহী নারী উদ্যোক্তাদের জন্য এক সপ্তাহব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিসিক সূত্রে এই তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, যারা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এই পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চ্যুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।

সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক নারী উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার  টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদরে জন্য পাঁচশত টাকা। আগ্রহী নারী উদ্যোক্তাদেরকে আগামী ৬ মার্চ সকাল সাড়ে ৯ টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে।

বিকাশ নম্বর: ০১৬৮৬-৩৯৫৪৫৯ (জুবায়ের ইসলাম) ০১৭১০-০১৩১৬১ (জোনায়েত হোসেন) এর মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে মুনিরা মান্নান, সহকারী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা বরাবর যোগাযোগ করা যেতে পারে। আরও বিস্তারিত জানতে প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন: ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ (অফিস) বরাবর যোগাযোগ করা যেতে পারে।

সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদেরকে বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সাথে শিল্প নিবন্ধন প্রদান করা হবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2