• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

‘পুঁজিবাজারের জন্য গুজব খুবই ক্ষতিকর’ 

প্রকাশিত: ২১:৪৯, ৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
‘পুঁজিবাজারের জন্য গুজব খুবই ক্ষতিকর’ 

গুজব পুঁজিবাজারের জন্য খুব ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, গুজব পৃথিবীর সব দেশের পুঁজিবাজারের জন্যই খারাপ।

শনিবার (৫ মার্চ)  বাংলাদেশ ইনস্টিটিউট ক্যাপিটাল মার্কেট  (বিআইসিএম) আয়োজিত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৮৯ জন গ্র্যাজুয়েটে হাতে সনদ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুল মঈন। স্বাগত বক্তব্য রাখেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদা আক্তার।  সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ. এস. এম. মাকসুদ কামাল।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2