• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:০৮, ৩০ মার্চ ২০২২

আপডেট: ১৬:৪৭, ৩০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রমজানে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এরই মধ্যে এই নির্দেশনা দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে দেশে কার্যরত সব ব্যাংকের কার্যক্রমে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। 

পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) ব্যাংক খোলা থাকবে। যথারীতি শুক্রবার ও শনিবার  সপ্তাহিক ছুটি থাকবে।

জারিকৃত নির্দশনায় আরো বলা হয়েছে, রমজানের পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: