• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রফতানি বিলে বিমা করার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
রফতানি বিলে বিমা করার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

অর্থায়নের সুরক্ষায় রফতানিকারকদের বিমা করার (ইনস্যুরেন্স কাভারেজ) নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ রবিবার (২৪ এপ্রিল) এ সংক্রান্ত সার্কুলার জা‌রি করেছে।

বর্তমানে ব্যাংকগুলো বাকিতে পণ্য রফতানি বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্ট করে রফতানিকারকদের অর্থায়ন করে থাকে। এই অর্থায়নের সুরক্ষার লক্ষ্যে ব্যাংকগুলোকে স্থানীয় বিমা কোম্পানির ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় ইনস্যুরেন্স কাভারেজ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকের নিজস্ব বিবেচনায় এবং রফতানিকারকদের সম্মতিতে এ ধরনের বিমা করতে হবে বলে-সার্কুলারে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রফতানি বিল ডিসকাউন্টিং (নির্দিষ্ট কমিশন নিয়ে রফতানি আদেশের বিপরীতে সৃষ্ট বিলের বিপরীতে অর্থায়ন) ছাড়াও রফতানির আগে ফান্ডেড কিংবা নন-ফান্ডেড সুবিধা দেওয়ার ক্ষেত্রেও একইভাবে বিমা করতে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: