• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউজ

প্রকাশিত: ১৮:২৮, ২৫ মে ২০২২

আপডেট: ১৮:৩৪, ২৫ মে ২০২২

ফন্ট সাইজ
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউজ

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউজ। চলতি অর্থবছরের ১১ মাসে কম রাজস্ব আয় হয়েছে ৮ হাজার ৭৪৪কোটি টাকা। তবে কাস্টমস কমিশনার ফখরুল আলম গত অর্থবছরে রাজস্ব আয়ের তুলনায় এবছর ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে জানান।

বুধবার (২৫ মে) চট্টগ্রাম কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার ফখরুল আলম বলেন, চলতি অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৫ হাজার ৪৩৫ কোটি। ২৪ মে (মঙ্গলবার) পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৫১ হাজার ২৩৮ কোটি টাকা। সুতরাং এই সময়ে কম রাজস্ব আয় হয়েছে প্রায় ৮ হাজার ৭৪৪ কোটি টাকা।

আরও পড়ুন:

কাস্টমস কমিশনার বলেন, লক্ষ্যমাত্রা থেকে তারা ১০ শতাংশ পিছিয়ে রয়েছেন। যদিও অর্থবছর শেষ হতে আরো কিছুদিন বাকি। তিনি আশা করেন এই সময়ের মধ্যেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে কাস্টমস হাউজ। করোনাকালেও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভবিক রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও অনান্য অবস্থার পরিপ্রেক্ষিতেও রাজস্ব আদায় সচল আছে বলেও জানান কাস্টমস কমিশনার।

বিভি/এনইউটি/এএন

মন্তব্য করুন: