• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২৫ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জানুয়ারি) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। এর অভিহিত মূল্য হবে ১০ টাক। এ টাকা কোম্পানিটি পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআরে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2