• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে ঋণ দেয়া টাকা ফেরত পাওয়া যাবে: মোমেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
শ্রীলঙ্কাকে ঋণ দেয়া টাকা ফেরত পাওয়া যাবে: মোমেন

চলতি বছরের সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের টাকা ফেরত পাওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তবে শ্রীলঙ্কা সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কাকে ধার দেয়া অর্থ ফেরত পাওয়া যাবে। শ্রীলঙ্কা অর্থনীতি ধীরে ধীরে ভালো করছে। তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়া বাংলাদেশ। 

সার্কভুক্ত বন্ধু প্রতীম দেশ হিসেবে ২০২১ সালে একটি মুদ্রা বিনিময় ব্যবস্থার অধীনে নগদ অর্থহীন শ্রীলঙ্কায় ঋণ সহায়তা করেছিল বাংলাদেশ।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2