• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ঢাকায় চার দিনব্যাপী বেসিসের সফটওয়্যার প্রদর্শনী

প্রকাশিত: ১০:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ঢাকায় চার দিনব্যাপী বেসিসের সফটওয়্যার প্রদর্শনী

আগামী ২৩ ফেব্রুয়ারি পূর্বাচলের বঙ্গবন্ধু চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে চার দিনব্যাপী সফটওয়্যার প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বেসিস সফট এক্সপো ২০২৩’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

পরিববর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে ও চতুর্থ শিল্পবিপ্লবে শামিল হতে নিশ্চিত করতে হবে সফটওয়্যারকেন্দ্রিক মানসম্মত সেবা। প্রকৃত অর্থে সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রামের সক্ষমতা আসলে কতটুকু, তা সম্পর্কে আবারও ধারণা লাভের সুযোগ দেবে বেসিস।

বেসিসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০০-এর বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নেবে। আশা করা হচ্ছে, চার দিনে এক লাখেরও বেশি দর্শনার্থীর সমাগম হবে।

এ ছাড়া বেসিসের পক্ষ থেকে সফট এক্সপো ২০২৩-এ ‘ফাইভজি অ্যান্ড আইওটি অপরচুনিটিস ফর বিজিডি টেলিকম অ্যান্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রি’ শিরোনামে ফাইভজি ও আইওটি নিয়ে সেমিনারের আয়োজন করা হবে।

এই সেমিনারে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাত এগিয়ে নিতে দ্রুতগতির ইন্টারনেট সেবা ফাইভজির ভূমিকা নিয়ে আলোকপাত করা হবে এবং প্রযুক্তি পেশাজীবীদের কাঠামোগত পরিবর্তনে আইওটির ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। আইওটি হলো এমন এক প্রযুক্তি, যেখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত টেলিভিশন, ফ্যান, লাইট থেকে শুরু করে সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মধ্যে সংযোগ সাধন করতে পারবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2