• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রমজানে সব পণ্যদ্রব্যের দাম কমাবে আরব আমিরাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ৩ মার্চ ২০২৩

আপডেট: ২৩:২০, ৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রমজানে সব পণ্যদ্রব্যের দাম কমাবে আরব আমিরাত

দুবাইয়ের একটি সুপারশপ- ছবি রয়েটার্স

ডিজেলের দাম কমিয়ে পবিত্র রমজান উপলক্ষ্যে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম কমাবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শুধু আমিরাতই নয়, মধ্যপ্রাচ্যের সব দেশই রোজার মাসে পণ্যের দাম কমানোর রেওয়াজ প্রচলিত আছে। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ শুরু করেছেন দেশটি। ইতোমধ্যে দেশটির জ্বালানি বিভাগ ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে।  

জ্বালানি তেল নির্ভর অর্থনীতির কারণে দেশগুলোতে পণ্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের কমানো হবে।

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে। রমজান মাস কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে সহজ হয়ে গেল দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা।

আল আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. দনঞ্জয় দত্ত বলেন, বাণিজ্যিক পরিবহণে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পড়ে। ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্যদ্রব্যের দাম কমে যাবে।

জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এ ছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।

আমিরাত সরকার বৃহস্পতিবার সরকার চলতি মার্চের জন্য ডিজেলের দাম সাত শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। এরপর স্থানীয় বাজারে ধীরে ধীরে এ পণ্যদ্রব্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। এমনকি পেট্রোলের দাম লিটার প্রতি শূন্য দশমিক ৪ দিরহাম বেড়ে গেলেও, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মূল্য কমিটি ডিজেলের দাম শূন্য দশমিক ২৪ দিরহাম (আমিরাতের মুদ্রা) কমিয়েছে। মার্চ মাসে প্রতি লিটারে এর দাম হবে ৩ দশমিক ১৪ দিরহাম। আগের মাসের ছিলো ৩ দশমিক ৩৮ দেরহাম। পণ্য জাহাজিকরণের ক্ষেত্রে খরচ কম হওয়ায় দ্রব্যের দামও কম রাখবে ব্যবসায়ীরা।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন: