• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মঙ্গলবার (২১ মার্চ)  ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

শফিকুর রহমান জানান, রমজানে অফিস সকাল ৯ টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। লেনদেন সকাল ১০ টায়
শুরু হয়ে দুপুর ১:২০টা পর্যন্ত চলবে। এছাড়া পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১:২০ থেকে ১:৩০ মিনিট পর্যন্ত। 

রমজান মাস এবং ঈদ-উল-ফিতর-এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর অফিস সকাল ৯ থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত খোলা থাকবে।  লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২:২০ থেকে ২:৩০ মিনিট
পোষ্ট ক্লোজিং)।

এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিভি/এইচএস

মন্তব্য করুন: