• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাড়ছে বাণিজ্য ঘাটতি, বিদেশি বিনিয়োগ কমার আশঙ্কা

প্রকাশিত: ১২:১৫, ৮ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
বাড়ছে বাণিজ্য ঘাটতি, বিদেশি বিনিয়োগ কমার আশঙ্কা

আমদানির তুলনায় রপ্তানি কম হওয়ায় দেশের বাণিজ্য ঘাটতি বাড়ছেই। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ১ হাজার ৩৮২ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় ডলার প্রতি ১০৫ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ১১০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে মোট ৪ হাজার ৮৭৯ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে দেশে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২৭ শতাংশ কম আমদানি হয়েছে। আগের অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ৫ হাজার ৪৩৭ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করেছিলো বাংলাদেশ।

এছাড়া আমদানির বিপরীতে এসময় রপ্তানি হয়েছে ৩ হাজার ৪৯৬ কোটি ডলারের পণ্য। যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪৫ শতাংশ বেশি। গত বছর একই সময়ে ৩ হাজার ১৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো।

এদিকে ডিসেম্বর শেষে দেশে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ২৩০ কোটি ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম দুই মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৫২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের এলসি খোলা নিয়ে নানা পদক্ষেপের কারণে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করায় ধীরে ধীরে আমদানি ও রপ্তানির ব্যবধান কমে আসছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতিও ৪৩৮ কোটি ডলার ছাড়িয়েছে। যা দেশীয় মুদ্রায় ৪৫ হাজার ৯৯০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে সেবা খাতে দেশের আয় হয়েছে ৫৮৩ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় ৮৩৯ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২৫৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিলো ২৪২ কোটি ডলার।

এছাড়া সামগ্রিক লেনদেনেও বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) অঙ্ক দাঁড়িয়েছে ৭৯৪ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে (ঋণাত্মক) ২২২ কোটি ডলারের ঘাটতি ছিলো।

তবে আলোচ্য সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। এই আট মাসে এফডিআই এসেছে ৩৫০ কোটি ডলার। যা এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৯১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে ৩১৩ কোটি ডলারের বিনিয়োগ এসেছিলো। 

সংশ্লিষ্টরা জানান, আমদানি ব্যয় আর কমানো সম্ভব হবে না। কারণ শিল্পের কাঁচামাল আমদানি করতে না পারলে উৎপাদনই ব্যাহত হবে। এ কারণে এ বাণিজ্য ঘাটতি আরও বেড়ে যাবে। শুধু বাণিজ্য ঘাটতিই বাড়ছে না, সেবা আয়ে ঘাটতিও বেড়ে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় চলতি হিসাবের ভারসাম্যও ঋণাত্মক হয়ে গেছে। কারণ আমদানির তুলনায় রপ্তানি আয় কমে গেলে চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হয়ে যায়। চলতি হিসাবের ভারসাম্য ঋণাত্মক হওয়ায় বিদেশি বিনিয়োগও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: