• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

দুই বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

প্রকাশিত: ১৩:৫২, ১২ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
দুই বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) থেকে এ লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন বন্ডটির নাম হলো- ‘2Y BGTB 05/03/2025’, লেনদেন কোড- ‘TB2Y0325’ এবং কোম্পানি কোড- ‘88496’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৫ সালের ৫ মার্চ শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৫৫৫৬ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ৮.০৩ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।

এর আগে, গত বছরের ৩ নভেম্বর ডিএসইতে ‘2Y BGTB 06/10/2024’ নামের বন্ডটি লেনদেন শুরু করে। বন্ডটির লেনদেন কোড ছিল- ‘TB2Y1024’। তার আগে ওই বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ‘10Y BGTB 20/01/2026’ নামের এ বন্ডটি পরীক্ষামূলকভাবে লেনদেন হয়েছে। বন্ডটির টেডিং কোড- ‘T10Y0126’।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2