• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মূল্য বৃদ্ধির কষাঘাত থেকে মানুষকে বাঁচাতে কর্মসংস্থান সৃষ্টির সুপারিশ অর্থনীতিবিদদের

জি এম আহসান

প্রকাশিত: ১০:২৮, ২৫ মে ২০২৩

আপডেট: ১০:২৮, ২৫ মে ২০২৩

ফন্ট সাইজ
মূল্য বৃদ্ধির কষাঘাত থেকে মানুষকে বাঁচাতে কর্মসংস্থান সৃষ্টির সুপারিশ অর্থনীতিবিদদের

ফাইল ছবি

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কষাঘাত মানুষকে কাজ দিয়ে, কিছুটা হলেও প্রশমণের সুপারিশ অর্থনীতিবিদদের। এজন্য প্রয়োজন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বাজেট ফোকাস থাকা। বিশ্লেষকদের মতে, বাজেট সহায়তা কেবল পোশাক খাতের মধ্যে আটকে না রেখে গুরুত্ব দিতে হবে দক্ষ জনশক্তি তৈরিসহ সম্ভাবনাময় অন্য খাতগুলোতেও। 

সঠিক পরিসংখ্যান না থাকলেও বলা হয়, প্রতিবছর চাকরির বাজারে যুক্ত হচ্ছেন কমপক্ষে ২০ লাখ তরুণ। তাদের অল্প সংখ্যকের জুটছে চাকরি। বাকিদের অনেকে প্রবাসে গিয়ে হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। অন্যরা ছোট করে হলেও চেষ্টা করছেন উদ্যোক্তা হবার। 

মার্চে প্রকাশিত সবশেষ শ্রম জরিপে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এ হিসেব করা হয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এর সংজ্ঞা অনুসরণ করে। তাতে সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগ পেলেই তাকে আর বেকার বলা যাবে না। তাই পরিস্থিতি বলে দেয় কতটা খারাপ শ্রমবাজারে অবস্থা। 

সম্ভাবনাময় খাতগুলোতে বাজেটে ফোকাস দেবার কথা বলছেন বিশ্লেষকরা। 

বিশ্লেষকরা মনে করেন, আমলাতন্ত্রও দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের পেছন থেকে টেনে ধরছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2