• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: লাবিবা লামিয়া তানহা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তানহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

সোমবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার ৪ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, মা-বাবার সাথে ওই বাসায় থাকতেন তানহা। সকালে র্দীঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তানহার ঝুলন্ত লাশ দেখতে পায়।   

প্রথম বর্ষের পরীক্ষায় খারাপ করায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন ওই শিক্ষার্থী। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।  

এর আগে, গত বছরের ১ নভেম্বর এই বিভাগের একই বর্ষের তাজরিয়ান আহমেদ সোয়ারা  নামের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিলো।

বিভি/এআই

মন্তব্য করুন: