• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৫ মাস পর কুয়েটে শ্রেণি কার্যক্রম শুরু 

প্রকাশিত: ১৪:৩৫, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৫ মাস পর কুয়েটে শ্রেণি কার্যক্রম শুরু 

ছবি: সংগৃহীত

ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কার্যক্রম শুরু হয়। 

দীর্ঘদিন পর ক্লাশে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, খুব অল্প সময়ের নোটিশ আর বৃষ্টির কারণে দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী প্রথম দিন ক্লাসে উপস্থিত হতে পারেননি। তবে ক্লাস শুরু হওয়ায় খুবই খুশি শিক্ষার্থীরা। 

এরআগে, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও তদন্ত কার্যক্রম একই সঙ্গে চলবে বলে নির্দেশ দেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের দুইপক্ষের সংঘর্ষে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ।

বিভি/এসজি

মন্তব্য করুন: