• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, জানা গেলো ভোটের তারিখ

প্রকাশিত: ১৭:০২, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৩৭, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, জানা গেলো ভোটের তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোট দিবে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসুর সব রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে ডাকসু নির্বাচন হবে। সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন।

তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ:
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫।
খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট, ২০২৫, বিকাল ৪টা পর্যন্ত। 
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, বিকাল ৪টা।
মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট, ২০২৫ থেকে ১৮ আগস্ট, ২০২৫ পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।
মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট, ২০২৫ বিকাল ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট, ২০২৫।
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫ দুপুর ১টা।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট, ২০২৫ দুপুর ১টা পর্যন্ত। 
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫ বিকাল ৪টা।
ভোটগ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর, ২০২৫ (সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত )।
ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫ (ভোট গ্রহণের পরপরই)।

বিভি/টিটি

মন্তব্য করুন: