উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত
উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর ৩৮ তম নির্বাচনের ভোট গ্রহণ। তা চলবে একটানা বিকাল চারটা পর্যন্ত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সামনেই ভোটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রার্থী ও ভোটাররা।
এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮শ ৭৪ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৯শ ১৫ জন। আর ছাত্রী ১৮ হাজার ৯শ ৫৯ জন। ডাকসুর ২৮টি পদের জন্য প্রার্থী ৪৭১ জন। ১৮টি হলে ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন।
বিভি/এআই
মন্তব্য করুন: