• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা হলে প্রতিহত করার ঘোষণা ভিপি প্রার্থ

প্রকাশিত: ২২:০৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা হলে প্রতিহত করার ঘোষণা ভিপি প্রার্থ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল স্থগিত করা হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানান আজ রাতেই ফলাফল ঘোষণা।

এদিকে এর কিছুক্ষণ পরই নানান অভিযোগ তুলে পদত্যাগ আরেক নির্বাচন কমিশনার মাহরূফ সাত্তারী। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় এই সমন্বয়ক ও ভিপি প্রার্থী জিতু বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি একটি স্বার্থান্বেষী মহল নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা চালাচ্ছে। এমন কোনো কিছু করার চেষ্টা করা হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিহত করব।’

আব্দুর রশিদ জিতু বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি ম্যানুয়াল পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে যেন ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হয়। এই ভিপি প্রার্থী বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে আমরা সেটা মেনে নেব না। প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর ফলাফলে যে রায় আসবে তা আমরা মেনে নেব।’

বিভি/এজেড

মন্তব্য করুন: