• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ

প্রকাশিত: ২১:০৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:১০, ১২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: