• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

৩৩ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচনের বহু কাঙ্ক্ষিত ভোট গ্রহণ

প্রকাশিত: ০৮:৫০, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:৫০, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩৩ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচনের বহু কাঙ্ক্ষিত ভোট গ্রহণ

ফাইল ছবি

৩৩ বছর পর আজ হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের বহু কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। তবে কোন প্রক্রিয়ায় ব্যালট পূরণ করা হবে তা এখনো স্পষ্ট করেনি কমিশন। কেন্দ্রে পোলিং এজেন্টদের ভূমিকা কি হবে তাও জানানো হয়নি। এতে এ নির্বাচনে জটিলতা দেখা দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

জাকসুতে ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। নির্বাচনে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বি ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ ও জিএস পদে লড়ছেন আটজন। জাকসু নির্বাচনে প্রতিটি হলেই ব্যবস্থা থাকছে ভোট গ্রহণের। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ।

এদিকে, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন প্রার্থীরা। ভোট গ্রহণের প্রক্রিয়ার বিষয়টি এখনো পরিষ্কার করেনি প্রশাসন। নির্বাচন উপলক্ষে আগামী ১২ তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। তবে শুরু থেকেই ক্যাম্পাসে বহিরাগত ও প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রার্থীদের। 

বিভি/এআই

মন্তব্য করুন: