• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অনিয়মের অভিযোগে জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

প্রকাশিত: ১৬:০৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অনিয়মের অভিযোগে জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

ছবি: সংগৃহীত

অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে ভোট বর্জনের ঘোষণা দেয়। এরআগে বিশৃঙ্খলার অভিযোগে ফজিলাতুন্নেসা হলে দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিলো।  

সকাল ৯টার একটু পরে শুরু হয়েছে ভোট গ্রহণ। হলে হলে ভোটকেন্দ্রগুলোয় শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ বেশ কয়েকটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। তবে দুএকটি কেন্দ্রে জালভোট দেওয়া এবং অতিরিক্ত ব্যালট পেপারের অভিযোগ পাওয়া গেছে।

জাকসুতে ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন প্রার্থী ও জিএস পদে লড়ছেন ৮ জন। নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ম্যানুয়াল পদ্ধতিতে হাতে হাতে ভোট গণনা করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিভি/এআই

মন্তব্য করুন: