• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন 

প্রকাশিত: ১১:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন 

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ -চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন ছাত্র-ছাত্রী। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে চাকসু নির্বাচন কমিশন। 

সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে।  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।  

এবার চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। 

এর আগে ২৮ আগস্ট প্রায় তিন যুগ পর তফসিল ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। 

ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2