• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বন্ধ ক্যাম্পাসেও চলছে চাকসু নির্বাচনের প্রচারণা, অনেকের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ

প্রকাশিত: ১৬:৪১, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৪২, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বন্ধ ক্যাম্পাসেও চলছে চাকসু নির্বাচনের প্রচারণা, অনেকের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন- চাকসু। কিন্তু প্রচারণার প্রথম দিন থেকেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধ রয়েছে ক্যাম্পাস। কিন্তু এরপরও বন্ধ নেই প্রার্থীদের প্রচারণা। বন্ধ ক্যাম্পাসেই  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, কটেজ, ঝুপড়িসহ ক্যাম্পাস প্রাঙ্গণে যেখানেই সাধারন শিক্ষার্থীদের দেখা মিলছে সেখানেই প্রার্থীদের প্রচারণা ও কুশল বিনিময় করতে দেখা গেছে। কিন্তু প্রচারণা চালাতে গিয়ে অনেক প্রার্থীই ভাঙ্গছেন আচরণবিধি।  

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর অনেক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রচারণা চালান। কিন্তু চাকসু নির্বাচনী আচরণবিধিতে আচরণমালার ৬নং বিধির ঝ নম্বরে উল্লেখ আছে ধর্মীয় উপাসনালয়ে প্রচার-প্রচারণা নিষিদ্ধ। কিন্তু সেই বিধি উপেক্ষা করে প্রচারণা চালাতে দেখা যায় প্রার্থীদের। এ বিষয়ে প্রার্থীদের সাথে কথা বললে তাদের অনেকেই জানান, আচরণ বিধি সম্পর্কে অবগত থাকলেও বিষয়টি স্মরণে ছিল না। আবার অনেকে বলেন পরবর্তী সময় তারা এ বিষয়গুলো খেয়াল রাখবেন।

৩৫ বছর পর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনে এবার  ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছাত্র এবং ছাত্রী হলগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯৩ জন প্রার্থী। চাকসুর ওয়েবসাইটের তথ্যমতে, নির্বাচনে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। সবশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিলো এই নির্বাচন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2