• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

গকসু নির্বাচন: সকালেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি

গবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গকসু নির্বাচন: সকালেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি

সাত বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, চলবে দুপুর ৩টা পর্যন্ত।

ভোট শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বাদামতলা, ট্রান্সপোর্ট চত্বরসহ ক্যাম্পাসজুড়ে তৈরি হয় শিক্ষার্থীদের দীর্ঘ সারি। প্রথম ঘণ্টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

ভোটারদের কেউ বই হাতে, কেউ প্ল্যাকার্ড হাতে আবার কেউবা স্লোগান কণ্ঠে ভোটকেন্দ্রের ভেতরে-বাইরে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘ সাত বছর পর এই নির্বাচনের আমেজে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে এক বিরাট উৎসবের আবহ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। সকাল থেকেই তাঁদের বড় অংশ ভোটাধিকার প্রয়োগে অংশ নিচ্ছেন।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ধৈর্য ধরে অপেক্ষা করছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী নোমান বলেন, ‘নিরাপদ পরিবেশে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগগুলো প্রশংসার যোগ্য।’

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রতুল জানান, ‘ভোটকেন্দ্রের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তবে বায়োকেমিস্ট্রি বিভাগের ৩৭৩ জন ভোটারকে একটি মাত্র কেন্দ্রে ভোট দিতে হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2