• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ২২:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের একঘেয়েমিতা দূর করতে ও শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ঘটাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আন্ত:ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ভবন-২ এর মাঠে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ম্যানেজমেন্ট বিভাগের সকল ব্যাচ থেকে মোট ৪টি দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় অংশগ্রহণ করতে পেরে এক শিক্ষার্থী জানায়, আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আমরা চাই মাঝে মাঝেই আমাদের এমন খেলাধুলার আয়োজন করা হোক।

ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান নুসরাত জাহান বলেন, রবীদ্ৰ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগ শিক্ষার্থীদের সহঃশিক্ষামূলক কার্যক্রমে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি সহঃশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মনস্তাত্তিক বিকাশে সহায়তা করে। ফুটবল টুর্নামেন্টটি সকল বাচের শিক্ষার্থীদের আন্তঃব্যক্তিক যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে।  যা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি এরকম শিখামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার জানায়, খেলাধুলা শিক্ষারই অবিচ্ছেদ্য একটি অংশ।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের একঘেয়েমিতা দূর করতে এবং শিক্ষার্থীদের সুস্থ মেধা বিকাশে সাহায্য করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এই টুর্নামেন্ট সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করবে।আমরা চেষ্টা করবো পড়াশোনার পাশাপাশি এই ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ডের আয়োজন অব্যহত রাখতে।

ফাইনালে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উক্ত বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান। খেলায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে খেলাটি আনন্দের সাথে উপভোগ করেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: