ডুয়েটের প্রোগ্রামিং কনটেস্টে বিজয়ী ব্র্যাক ও বুয়েটের দুই টিম

গাজীপুরে দুই দিনব্যাপী আয়োজিত “বেটোপিয়া প্রেজেন্টস ডুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি) ২০২৫ অনুষ্ঠিত হয়। আজ ছিলো এর সমাপনী দিন। দুই দিনের এই কনটেস্ট শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
দ্বিতীয় দিন শনিবার সকালে শুরু হয় মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০ টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০টি টিম অংশগ্রহণ করে।প্রতিযোগিতাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে এক টানা পাঁচ ঘণ্টা চলে। এতে প্রতিযোগীরা বাংলাদেশ কম্পেটিটিভ প্রোগ্রামিং সোসাইটি (BCS) প্রণীত জটিল ও বাস্তবভিত্তিক অ্যালগরিদমিক সমস্যা সমাধানে অংশ নেয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের BRACU_Crows টিম, প্রথম রানার-আপ হয় বুয়েটের BUET_Supernova, এবং দ্বিতীয় রানার-আপ হয় BUET_Hotasha টিম।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েট- এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বেটোপিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মুহাম্মদ মনির হোসেন।
আয়োজনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং DUET IUPC 2025- এর কনভেনর অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ।
এই আয়োজনে তরুণ প্রোগ্রামারদের প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা, যৌক্তিকতা এবং দলগত কাজের চর্চা করার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।পাশাপাশি এটি দেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য মেধাবী তরুণদের প্রস্তুত করার একটি অনন্য মঞ্চ হিসেবে কাজ করেছে বলে জানান প্রধান অতিথি।
এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিল বেটোপিয়া গ্রুপ এবং কো-স্পন্সর ছিল ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস এবং ডুয়েট সাংবাদিক সমিতি।পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে ডুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ডুয়েট কম্পিউটার সোসাইটি (DUETCS)।
বিভি/এজেড
মন্তব্য করুন: