হঠাৎ সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রলীগ কমিটি স্থগিত

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমের হাতে আসে ওই বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা, ঢাকা এর কমিটি স্থগিত করা হলো।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: