• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ২ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৮:৫২, ২ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবম গ্রেড পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে আইকিউএসি এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি ইতিমধ্যে ডি-নথির যুগে প্রবেশ করেছে, এখন অফিসের যে কোনো কাজ এখন আরও দ্রুত গতিতে সম্পন্ন করা যাবে। যদি অভিযোগ সংক্রান্ত কোনো বিষয়ে আসে, তাহলে আগের তুলনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আমি আশা করি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এ প্রশিক্ষণ কর্মশালা, দক্ষতা সম্পন্ন কর্মকর্তা গঠন করতে সহায়তা করবে।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০৩১ ও ২০৪১ লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ, উন্নত বিশ্বে পৌঁছাতে এপিএ-এর মানদণ্ড বিবেচনা করা হবে। অভিযোগ প্রতিকার ব্যবস্থার এই প্রশিক্ষণ থেকে কর্মকর্তারা দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন ইউজিসির উপ-পরিচালক ও আপিল কর্মকর্তা মৌলি আজাদ।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (প.উ.পূ.) পরিতোষ কুমার বি্শ্বাস, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. কামরুল ইসলাম, অভিযোগ প্রতিকার সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট মো. সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

বিভি/রিসি

মন্তব্য করুন: