• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে গোলাপ ও নাদিম

জয়নাল আবেদীন, বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:১০, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে গোলাপ ও নাদিম

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মো. বাহাউদ্দীন গোলাপ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নাদিম মল্লিক নির্বাচিত হয়েছে।

বুধবার নির্বাচনের ফল ঘোষণা করেন অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তরিকুল ইসলাম। প্রতি পদে একক প্রার্থী থাকায় কার্যকরী কমিটিতে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি। 

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম। 

এ ছাড়া দফতর সম্পাদক পদে আবু সায়েম, প্রচার সম্পাদক পদে মো. হারুন অর রশীদ, সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে মোসাঃ সালমা বেগম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. মনিরুজ্জামান, হাবিবুর রহমান এবং মো. সাইদুজ্জামান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2