খালেদা জিয়ার স্মরণে শোকবই খুললো নোবিপ্রবি ছাত্রদল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) নোবিপ্রবির প্রধান ফটকে নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অবদান স্মরণ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শোকবইয়ে শোকাভিভূত অনুভূতি ব্যক্ত করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ জানান।
এ সময় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, “বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি গভীর শোকে মুহ্যমান। তাঁর মহাপ্রয়াণে নোবিপ্রবি ছাত্রদল গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর দেশনেত্রী নিজ হাতে স্থাপন করেছিলেন। এ কারণে নোবিপ্রবি পরিবার কৃতজ্ঞচিত্তে সবসময় এই মহীয়সী নেত্রীকে স্মরণ করবে।”
উল্লেখ্য, শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচিটি ৫ থেকে ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: