• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে আগামী ৯ মে

জয়নাল আবেদীন, বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:২৭, ৭ মে ২০২৪

আপডেট: ১৯:০৯, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে আগামী ৯ মে

আগামী ৯ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তর্জাতিক কনফারেন্স হতে যাচ্ছে। আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে। বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন "আঞ্চলিক ইতিহাস সম্মেলন ২০২৪” এক অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে তাঁকে। বিশ্ববিদ্যালয়ের 'জীবনানন্দ দাশ কনফারেন্স হলে' ৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হবে।

বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়া মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে। 

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2