• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবন্তিকা আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রক্টর জামিনে মুক্ত

মনির হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:১৩, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
অবন্তিকা আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রক্টর জামিনে মুক্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিৃশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম বুধবার (৮ মে) বিকেলে কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তবে আরেক অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী এখনো কারাগারে আছেন।

কুমিল্লা কতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘হাইকোর্টের নির্দেশে বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরের পর আমরা কোর্টের অর্ডারটি হাতে পাই। এরপরই তাঁকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে নিয়ে গিয়েছেন।’

গত ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলটিমেটামের ৬ ঘণ্টার মধ্যেই ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করেছিল পুলিশ। ওইদিন রাতে থানা-পুলিশ তাদের আটক করে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2