• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

পার্বত্য তিন জেলায় বেড়েছে এসএসসির পাসের হার

প্রকাশিত: ১৬:৩৭, ১২ মে ২০২৪

ফন্ট সাইজ
পার্বত্য তিন জেলায় বেড়েছে এসএসসির পাসের হার

ছবি: সংগৃহিত

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার বেড়েছে। রাঙামাটি জেলায় ৭২.৭২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৭২.২৫ শতাংশ এবং বান্দরবান জেলা পাসের হার ৭২.৭০ শতাংশ। এই তিন জেলায় গত বছর পাসের হার ছিল যথাক্রমে ৬৭.৯২ শতাংশ, ৬৮.৩৭ শতাংশ ও ৭০.৩০ শতাংশ। রবিবার (১২ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এবার কক্সবাজার জেলার ৮৩.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর ওই জেলায় পাসের হার ছিল ৭৭.২৫ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলে সবসময় তিন পার্বত্য জেলায় পাসের হার কম থাকে। এবার তিন জেলায় পাসের হার বেড়েছে।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৮২২৯ শতাংশ। আর ছাত্রীর পাসের হার ৮৩২১ শতাংশ। সবমিলিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮২৮০ শতাংশ।

এদিকে ছাত্রীরা জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে। এবার ৫ হাজার ৭৫০ জন ছাত্রী এবং ৫ হাজার ৭৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। রোববার (১২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান ফলের বিস্তারিত তুলে ধরেন।

জানা গেছে, এই শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৫টি স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৭৫৩। এর মধ্যে ২১৯টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৫ হাজার ২৪জন উপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ড জানায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯৪.৫২ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৭৩.২৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৪.১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৭.০৬ শতাংশ এবং মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৩.৬৮ শতাংশ। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে পাসের হার ৮৪.৯২ শতাংশ। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2