• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গবি ক্যাম্পাসে জিবিসিডিসির বৃক্ষরোপণ কর্মসূচি 

ইভা আক্তার, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গবি ক্যাম্পাসে জিবিসিডিসির বৃক্ষরোপণ কর্মসূচি 

গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)-এর উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (৯ জুলাই) দুপুর ১টায় কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বট এবং ফলদ বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচিতে তারা প্রাথমিক ভাবে ২টি বট গাছ, ৫টি তালগাছ, নিম ২০ টি, জলপাই ৫টি, আমলকী ৫টি, জাম ২টি, গাব ৫টি, চালতা ৫টি, বিলম্বী ২টি, আম ২টি, পেয়ারা ২টি,তেতুল ২টি, লটকন ২টি, ১টি সফেদা এবং ৫টি সুপারি গাছ রোপণ করেন। 

এ কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন  বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো বহু আগে থেকে সবুজায়নের কার্যক্রম পরিচালনা করছে। সে-ই ধারাবাহিকতায় জিবিসিডিসিও কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশ রক্ষায় তাদের এই উদ্যোগকে সাদুবাদ জানাই। 

এ বিষয়ে জিবিসিডিসি এর সাংগঠনিক সম্পাদক নাসিম বলেন, সবুজায়নের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। আমরা মানব বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এ বছর ১০০০ টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে প্রায় ১০০টি গাছ লাগানো হচ্ছে।

এ আয়োজনে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ডিন'স কমিটির সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, জিবিসিডিসি'র লিড মেন্টর, অন্য নেতৃবৃন্দ সহ সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্যাম্পাসের সবুজায়নকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে প্রতি বছর গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই কার্যক্রম পালন করছে। তারই ধারাবাহিকতায় ক্যাম্পাসের অন্য শিক্ষার্থী সংগঠনগুলো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2