ভুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর পাশে নোবিপ্রবি ছাত্রদল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা দিতে ভুল কেন্দ্রে চলে আসা শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নোবিপ্রবি ছাত্রদল। শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষায় নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রের দুই শিক্ষার্থী ভুলক্রমে নোবিপ্রবি ক্যাম্পাস কেন্দ্রে চলে আসেন।
ভুলক্রমে নোবিপ্রবি ক্যাম্পাসে চলে আসা শিক্ষার্থীদেরকে তাৎক্ষণিক ভাবে নোবিপ্রবি ছাত্রদলের বাইক সার্ভিসের মাধ্যমে সরকারি কলেজ কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান। তিনি নিজেই বাইক চালিয়ে সেই শিক্ষার্থীদেরকে পৌঁছে দেন কেন্দ্রে।
জাহিদ হাসন জানান, শিক্ষার্থীরা ভুলে নোবিপ্রবি কেন্দ্র চলে আসে, যদিও তাদের পরীক্ষার কেন্দ্র ছিলো নোয়াখালী সরকারি কলেজ। তিনি আরও বলেন, আমরা নোবিপ্রবি ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। গুচ্ছের ‘সি’ ইউনিট থেকে শুরু করে ‘এ’ ইউনিট পর্যন্ত প্রতিটি পরীক্ষায় নাছির উদ্দীন নাছির ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছি বাইক সার্ভিস, পানি, ঔষধ সামগ্রী নিয়ে।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব শাহারাজ উদ্দিন জিহান বলেন, ছাত্রদল সর্বদা মানুষের কল্যাণে কাজ করে এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা নাছির ভাইয়ের দিকনির্দেশনায় সাধারণ মানুষের জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত এ ইউনিটের পরীক্ষায় নোয়াখালীতে নোবিপ্রবিসহ জেলা শহর মাইজদীর আরও চারটি কেন্দ্রে সর্বমোট ৮৮০৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: