• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

যায়িদ বিন ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৫৪, ৯ মে ২০২৫

আপডেট: ১৯:৩১, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

জুলাইয়ে গণহত্যাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অংশে অবরোধ করেছে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এর আগে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে শুক্রবার (৯ মে) দুপুর সাড়ে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়। সেখান থেকে মিছিল বের করে প্রধান ফটকে আসেন তারা।

এসময় শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন; চব্বিশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই; ব্যান ব্যান, আওয়ামী লীগ; আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ক্ষমতা না জনতা, জনতা জনতা; ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর; গোলামী না আজাদী, আজাদী আজাদী; সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ছাত্রলীগ গত ১৬ বছর ধরে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার ভাইকে শহীদ করেছে। এমন কোন নিকৃষ্ট কাজ নাই যা ছাত্রলীগ করে নাই। আমরা যখন ছাত্রলীগ নিষিদ্ধর দাবি জানালে নিষিদ্ধ করা হয় কিন্তু ছাত্রলীগের বিচারের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই৷

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকে প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও আমাদের যে ম্যান্ডেট ছিল খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার, কিন্তু ইন্টেরিম এখনো তা এখনো নিশ্চিত করতে পারেনি। অনেকেই বলে যে ইন্টেরিমের বৈধতা কি, আমি তাদের বলতে চাই এই ইন্টেরিমের বৈধতা হচ্ছে আমার ১৬শ শহীদ ভাইয়ের রক্ত।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2