• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঝাড়বাতিতে সেজেছে শহীদুল্লাহ হল, বরের দেখা মিললেও নেই কনে (ভিডিও)

প্রকাশিত: ২১:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২২:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ

রঙ-বেরঙের ঝারবাতিতে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল। এসেছে ভোজের গরুও। বরের সাজে মহড়া দিচ্ছেন যুবকরা কিন্তু সংকট শুধু কনের।

২০২৪ এর স্বৈরাচারবিরোধী গণ অভ্যত্থানের শুরুটা হয়েছিল ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সংঘর্ষের মধ্য দিয়ে। সেই থেকে ২০ দিনের রক্তক্ষয়ী অন্দোলনের পর পতন হয় স্বৈরাচারের। আন্দোলনের সময় অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয় এই ছাত্রাবাসের ছাত্ররাসহ সারা দেশের ছাত্র সমাজকে। তাই আন্দোলনের সেই অসহ্য স্মৃতিগুলো ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে এই উৎসবের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, একসময় হলের ছাত্ররা ছিল পরাধীন। তাদের ছিল না কোনো অনুষ্ঠান আয়োজনেরও স্বাধীনতা। এখন একটি স্বাধীন ছাত্রাবাস পেয়েছেন তারা। তাই উদযাপনের পাশাপাশি সম্পর্কগুলোকে আরও মজবুত করতে এমন উদ্যোগ দিয়েছেন তারা।

উৎসব-আনন্দের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফেরানোরও বার্তা তুলে ধরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন: