• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:৪০, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু

প্রায় তিন মাস পর স্বশরীরে ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের কোটা আন্দোলনে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। রবিবার আন্দোলন পরবর্তী প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দায়িত্ব ছাড়েন উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের। পরে ১৮ সেপ্টেম্বর অধ্যাপক মুহাম্মদ ইয়াহিয়া আখতারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। শিক্ষার্থীদের সেশনজটে পড়ার শঙ্কা থেকে ক্লাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আন্দোলনে শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে ক্লাস শুরু করে শিক্ষার্থীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: